গত দশটি বছর আগে,
হারিয়েছি জীবনের মানে।
কভূ খুজিনাই নিজের সার্থ,
আর বুঝিনাই আমি ব্যর্থ।
কি জাতনা মোর মনে,
শুধু একজনাই জানে।
আশা হতাশার মাঝে,
কতনা করুন সূর বাজে।
কত দিন কত রাত,
ছুইনি তার হাত।
বুঝিনাই আগে তারে,
কেন শাসনে বাধিতো মোরে।
সেই যে কবে,
ডেকেছিল মোরে,
স্নেহ মমতা ভরা বজ্র সরে।
কবে যে হবে মিল
সেই জন্মদাতার সাথে,
আমি তো আত্নভোলা
সব উপরওয়ালাই জানে।
জীবনের অন্ত বেলায়
আজ পরাজিত জীবন খেলায়।
তার সান্নিধ্যের তরে
কড়া নেড়েছি রবের দারে।
সেই প্রিয়জনের অগোচরে
ইতি কথা সব ভুলে,
হৃদয়ের দার খুলে
ক্ষমা চাই মৃদু সরে।
কি করে বোঝাই তারে
আজ দাড়িয়ে তার দারে,
আমি সেই অধম
না পেলে তার ক্ষমা,
বৃথা যার দুই জনম।।