আমি বারবার কোন একটি পাখির প্রেমে পড়তে চাই
তুমি প্রতিনিয়ত ফিরিয়ে দিচ্ছ কেন আমায়
কোন এক অজানা বাহানায়!
আমি একটা প্রজাপতি কে ভালবাসতে চাই
যে একটি মনের বাগে উড়ে বেড়াতে চায়।

তুমি সেই একটি সুগন্ধিময় সুরভিত  ফুল
যে  দীপ্তিময় সুবাস  ছড়িয়ে দূর করিবে আমার যত ভুল।
তোমার সমুজ্জ্বল প্রাকৃতিক সৌন্দর্য
আমায় করিয়াছে মুগ্ধ।
তোমার মলিন সেই মুচকি হাসি
অপলক দৃষ্টিতে যেন চেয়ে থাকি।