লাশের গন্ধে পৃথিবীর বাতাস নিঃস্ব
মৃত্যুর নগ্ন নিত্য দেখিতেছে বিশ্ব


মানবের কাতর চিৎকার শুনিতেছে সারাক্ষণ
দুঃস্বপ্নের মুহূর্ত এই রক্তাক্ত ক্ষণ
ভুলে কি গেছে সুশীল সব রাষ্ট্র???


বাতাস ভাসিতেছে লাশের গন্ধে
মাটি রঙিন হচ্ছে লাল রক্তে।


মা-বাবার-সন্তানের কাঁধ ভারি কফিনে
দেহ মোড়ানো রক্তে মাখানো কাফনে।


বারুদের আঘাতে বিভৎস্য শরীর,ক্ষতবিক্ষত  মরা লাশ
ঘুমিয়ে রহিয়াছে বিশ্ব আটকাবে নাকি কখনো তাদের শ্বাস???


তুমি মানুষ, আমি মানুষ, তোমরা মানুষ, আমরা মানুষ,ওরাও মানুষ।।
তবে গেল কই আজ মানবতা?
উড়ছে কেন দখলদারের অভিশপ্ত পতাকা?


তবে কেন আত্মার করুণ চিৎকার?
অনাহারে কষ্ট যাপন দিনভর।
আতঙ্ক বিরাজমান চারিপাশে
কেন কই পালাবে আজ তারা নিজ ভূমি ছেড়ে?


তবে কেন আজ অবুঝ শিশুর কান্না?
বয়ে চলেছে কেন রক্তনদীর বন্যা?


কোথায় আজ মানবতার শিক্ষা?
দখলদারিত্বের এই কেমন দীক্ষা?


স্বার্থপর লোভী আমরা দুনিয়াবি ভোগবিলাসে মত্ত
শয়তানের উস্কানিতে দখলদার শক্তিশালী হচ্ছে নিত্য
কই হারিয়ে গেল ওমর-খালিদের উত্তরসূরিদের ঐক্য?


আমার ভূমি আমায় দাও বিশ্ব
আমার অধিকার আমার স্বাধীনতা কেন কেড়ে নিচ্ছ??


কই গেল তোমাদের যুদ্ধের নীতি??
অস্ত্রহীন সাধারণ মানুষ কেন হচ্ছে শিকার, ওহে যুদ্ধ বাজ শিকারি।


নির্বিচারে দখলদার হয়ে চালাচ্ছ আগ্রাসন ও হত্যাযজ্ঞ
ভুলে যেও না মনে রেখো মুসলিম বীরদের বীরত্বগাথা  ইতিবৃত্ত  
সেই হাতিওয়ালা বাহিনী
তোমাদেরই মিত্র যেন নমরুদ,ফেরাউনের করুন কাহিনী।


বদর প্রান্তরের ঐতিহাসিক বিজয়
রক্তপাতহীন সর্বশ্রেষ্ঠ মক্কা নগরীর বিজয়।।


ইনশাআল্লাহ বিজয়ের ফুল মানবতার পক্ষেই ফুটিবে
বিজয়ের হাসি যেন সেই মজলুম নির্যাতিত মানুষই হাসিবে
কেউ বা শহীদ হয়ে হাসবে জান্নাতি হাসি
কেউবা আবার গাজী হয়ে তুলবে বিজয়ের তাকবির ধ্বনি।।