একদিন মনের ওপাশে
হয়েছিল এক ভয়াবহ ঘূর্ণিঝড়
তমস অন্ধকার ছিল রজনী তখন
ভোর হতেই দেখি তছনছ এই মনের ঘর!
হয়নি সেথায় বৃষ্টি ...
বয়েছিলো শুধু কষ্টের স্রোতধারা!
আতঙ্কে ছিলাম সেদিন
মৃত্যুর ভয়ে স্বপ্ন গুলিও হয়েছিল ছন্নছাড়া।
এই অবেলায় বড় একলা আমি
মৃত আমার মনের চারপাশ,
দগ্ধ শিখায় সিক্ত আমি
আটকে আছে গহীনে থাকা প্রতিটা দীর্ঘশ্বাস।
এইতো জীবন হঠাৎ থেমে যায়  
স্বপ্নের পথে হাঁটতে গেলেই ব্যর্থতা এসে সামনে দাঁড়ায়।