কমরেড,আমার অশ্রুতে ভেজা কষ্টগুলো
একটা কাঁচের শিশিতে যত্ন করে তুলে রেখো,
যেন বহু বছর পরে হঠাৎ মনে হলে তাকে
শিশিটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে পারি
কেমন আছো?


কমরেড,আমার চোখের নিচে কালো অবহেলার দাগ
মুছতে গিয়ে কত শ্রাবণ এনেছি ভরা বসন্তেও!
অনুরাগের আকুল উদ্যমে গান গাইতে গিয়ে
হিমান্ত কোকিল,
শ্রাবণ জলে ডানা ভিজে ক্লান্ত সেও।


তবুও সে এক অপেক্ষা,
হয়তো একদিন কার্তিকের শেষে
ধানের শীষে করে আসবে হেমন্ত!