আমাদের এই ঘর,
আমাদের এই ধরা।
নিজ স্বার্থে করেছি
এই ঘর জীর্ণ জ্বরা।


ঘরের যে ভীষণ অসুখ,
তবু কেন থাকি চুপ!
ক্ষয়,বিষে মুছে যায়
ঘরের অপরূপ রূপ।


একটাই আমাদের ঘর,
এই ঘর সবচেয়ে দামি।
যদি নাই থাকে এই ঘর,
কোথায় আমাদের আগামী?


ঘরটা এখনো টিকে আছে
থাকাটা খুব দরকার।
এসো সবাই একসাথে লড়ি
করি বাঁচার অঙ্গীকার।