এক প্রভাতে জয়ীকে দেখেছি,
ভেবেছি যে কত শতবার -
ফিরব গোধূলিতে তারই সাথে,
তার দু'চোখ দেখেছি যতবার।


চেয়ে দেখি, সে দেখে চেয়ে
স্বপ্নে গড়ি ভালবাসার ঘর।
আমরা একই পথের পথিক!
ভালো লাগে অদ্ভুত এই জ্বর।


আঁকি তার দুই কালো চোখ,
উজ্জ্বল তার এক হাসি মুখ।
চেয়ে দেখি, সে দেখে চেয়ে
পুলকিত হৃদয়ে অকারণ সুখ।


আঁকি তার চোখ অথচ স্বপ্ন আমার!
সুখের তুলিতে হঠাৎ ব্যাঘাত।
পথ, পথিক, প্রভাত, গোধুলি -
শুধুই স্বপ্ন- আসলে তখন মধ্যরাত।