মেঘের মতো মন আমার-
হঠাৎ এক নদীর তীরে ভাসে।
ঘড়ির কাটা উল্টে পালটে
বসি স্মৃতির পেন্ডুলাম ঘাসে।


চেয়ে দেখি কুলকুল বইছে নদী,
জলে কে যেন সাঁতার কাটে?
ঘরে ফিরে মলিন ক্লান্ত মজুর
বস্তা কাঁধে -মাথায়, স্নান সেরে ঘাটে।


সন্ধ্যা নামে, ঘরে ফেরেনি কে?
সে ইতিহাস মনে রাখেনি কেউই।
বেঁচেছিল যে এক গহীন শিকড়ে
একা, একলা- যার নাম জয়ী।