এঁকেছি এক বার- দু'বার -বারবার-
কত রঙ কত স্বপ্ন -ভালোবাসা দিয়ে।
হঠাৎ দমকা বাতাস আসে অজান্তেই,
উড়ে যায় -ছিঁড়ে যায়- যায় সব নিয়ে।


আবার আঁকতে বসি- দু'চোখ স্বপ্নে বিভোর,
বর্ষা আসে- শরৎ আসে- বসন্তও আসে।
গুন গুন সুরে - মনের গভীরে কে যেন গায়,
প্রজাপতি- দেখা হল। শুধু ভালোবাসে।    
  
  একদিন সেও বুঝি উড়ে যাবে,
কে জানে কোথায় তার মঞ্জিল?
রঙে রঙে - ভালোবাসা আর নয়  
বসে তাই - হাতে নিয়ে পেন্সিল।