ইচ্ছে করে খুব আজও,
বসি নরম সুবুজ ঘাসে।
আমি- তুমি মুখোমুখি-
আলো ছায়া চারপাশে।


বসি দু'জন নদীর ঘাটে
জলে ভিজিয়ে চার পা,
অসহযোগী সময় হলে-
"কোথায় যাবি তুই যা!"


কথা নাই বা হল আজ
পাশাপাশি বসে দু'জন
অনুভবেই খেলি হোলি,
অন্তরেতেই কুহু কূজন।


অতীত থাক ইতিহাসেই!
বর্তমান কতটুকুই মোটে?
মরশুমি হোক না হাওয়া!
বসন্ত থাক তোমার ঠোঁটে।