আব্বা , আমি তোমার ইউসুফ


##
আব্বা ! আমি তোমার ‍ইউসুফ...
আব্বা , আমার ভাইয়রো আমাকে ভালোবাসে না
ওরা চায় না, আমি ওদেরই একজন হয়ে থাকি,
ওরা আমাকে প্রহার করে, পাথর ছুঁড়ে মারে
আর অপমানে করে ক্ষত-বিক্ষত
আব্বা , ওরা আমার মৃত্যুকামনা করে
যাতে সহজইে মেকি প্রশংসার প্রলাপ বকতে পারে।


##
ওরা আমার জন্য হারাম করেছে
তোমার ঘরের দরজা,
জমি-জিরেত থেকেও করেছে
পরিত্যাজ্য, বেশরিক।


আব্বা , ওরা আমার আঙুর বাগানে
বিষ ছিটিয়ে সবকিছুর
করে দিয়েছে খেলখতম।


##
প্রবাহিত মৃদুমন্দ হাওয়া যখন আমার
চুলে দোলা দিয়ে যায়
তখন ওরা র্ঈষায় কাতরায়—
ওদের ক্রুব্ধ আক্রোশে বিদ্ধ হই তুমি আর আমি
কী অপরাধ ছিল আমার, আব্বা !
কোন্ ক্ষতির হেতু বনেছিলাম একদা?


##
প্রজাপতিরা এসে আমার কাঁধে বসে,
খানিকটা কুর্নিশ করে আমাকে গমের শীষ
পাখিরাও বেজায় উড়ে বেড়ায় আমার হাতের ’পর।


এতে আমার কী অপরাধ, আব্বা !
তবে আমিই বা কেন?
তুমিই তো
নাম রেখেছিলে আমার—ইউসুফ!


##
ওরাই তো আমাকে ফেলে দিয়েছে কুয়োতে
তারপর দোষ চাপিয়েছে নেকড়েদের।
আব্বা , ওই যে নেকড়ে, সে-ও
আমার ভাইদের চেয়ে অনেক দয়ালু।


আব্বা , আমি তো স্রেফ স্বপ্নের কথা বলেছি—
এতে কী অন্যায় আমার?
স্বপ্নে দেখেছি এগারো সেতারা, চাঁদ আর সূরুজ
মস্তকাবনত হয়ে রয়েছে ওরা আমারই সামনে।।


---------_-----------------------------


#নবী হযরত ইউসুফ (আঃ) এর ঘটনা।