অবসাদ ও অবশ্যই মওত হবে
মোঃ সালেহ উদ্দিন  প্রামানিক (উত্তরের পথিক)                                                  


অবসাদ


মোদের বাড়ির ভিটায়
ঢুকে গেছে সেই
পুরান ক্লান্তি।
ড্রয়ারে এবং
ব্যালকনিতেও
ছায়া দেখি তার
ঘুমায় সেখানে
হঠাৎ— গায়েব কেন!


বার বার এই অবসাদ
আসে ও পালায়
দুশ্চিন্তায়
কাবু হয়ে যাই
বাড়ির ভিটায়
ঘুরঘুর করি
গাছেদের কাছে।।


মোরা খোঁজও নিতেছি
দোয়াও করছি
যেন দেখি তারে
ডেকেছিও তারে—
কীভাবে, কোথায়,
কী? আসে বাতাস
ডালগুলি দোলে
প্রিয়তমা, তুমি কেন
এমন হতে পারলে
মোর অবসাদ
কখনও দূর হল না
আজ চোখের পানিতে একাকার।।


অবশ্যই মওত হবে


শত সাধনা করেও
সবাই আজ নিরব
যা কর না কেন
চিরন্তন মওলার
দিদারের অপেক্ষায়
নিশ্চিত,  তোমার মৃত্যু হবেই
একটু একটু করে
কয়েক সেকেন্ড পরপরই
আমাদের হিজিবিজির পর,
সময় ফিরা যায় না কখনও
আগের জায়গায়।


রাস্তা আর হাঁটার শব্দগুলা
রিপিট হতে থাকে না
নিরবতা শুধু।
ঘর বলতে,
থাকে খালি পুরান কাঠামো।
খাটের উপরে জ্বলা
পুরাতন দিনের আগুন,
নিভা যায়
আবার নতুন করে আগুন জ্বলে
বিছানা-বালিশ বলতে থাকে
শুধু বালিশ ও বিছানা
মালিক কোথায়!!!
মওতের পর পরপারে।।
সত্যি, কবর হবে মোদের বিছানা
নেক আমল হবে
নাজাতের অছিলা।।