মিছিলের পর
মিছিল হায়
বাংলাদেশ মুক্তি
আবার চায়
পাকহায়েনার আত্মা
ভর করেছে
সরকারী আত্মা
ভয়ে ভয়ে
মরে মরে
মিছিলে মিছিলে
আগমনী গানে
ধ্বংস গনতন্ত্র
জাগরনের তন্ত্রে
নতুনের আগমনে
গুলিকে মৃত্যুকে!!!
পুলিশকে গুডাকে!!!
মাদার মাফিয়াকে!!!
বিদায় জানাতে
আগমনী গানে
নানা নাটকের
নানা ষড়যন্ত্রকে
মুক্তি দিতে
দেশ বাঁচাতে
মানুষ বাঁচাতে
বার বার
আগমনী গানে
গেনেড মার!!
বেয়ানট মার!!
লাথি মার!!
মার মার!!
কাটো কাটো!!
তবুও গনতন্ত্র
দেও মোরে!!
আগমনী গানে
সব ধ্বংস
আগমনী গানে
এক শীতে
মাঘ হয়
বার বার
শীত হয়
পুলিশ দিয়ে!!!
পেটুয়া দিয়ে!!!
টাকা দিয়ে!!!!!
গুলি দিয়ে!!!!!
মিথ্যা দিয়ে!!!!!
যা হউক
পাওয়ারে থাকা
কখনও কখনও
যায় না
আগমনী গানে
নবীনদের জাগরনে
মিছিলে মিছিলে
সব শেষ
সব ধ্বংস
হবে হবেই
আমিন আমিন আমিন।।