একটি কবিতায়
কি বলব বন্ধুরা
গতকাল বন্ধু ছিল
আজ তারা বেইমান
জগৎ শেঠ- মীরজাফর।


কবিতা লিখি
কিন্তু শান্তি পাই না
আবার নিরব থাকতে পারি না।


দিন যায়
রাত আসে
সময় বদলায়
দৃশ্যপট বদলায় কম
কবিতা কবিতায় থাকে।


নতুন নতুন স্বপন
নতুন নতুন স্বপনের মৃত্যু
কারো জাগরণ
কারো ধ্বংস কামনায় কবিতা।


একটি কবিতায়
দুঃখ কিছুটা
ভিন্ন ভিন্ন দৃশ্যপটে
কবিতা চলে কম
আজ পুলিশি অভিযান
আজ পুলিশি অনুমতি
রাষ্ট্র দশন
বাপ বেটির তোষামোদের ভাষা
আজ কবিতার পঙক্তি ও মুণ্ডপাত।