ঘুমে বিভোর আমি
কেন এমন অন্তযামি
হুঁশ জ্ঞান হারিয়ে
হারিয়ে ঘুমের সাগরে।।
অবশেষে ওঠে পড়লাম
সকালের রোদ মাখলাম
হঠাৎ কানে এলো
মিষ্টি শব্দ এলো।
কে যেন সালাম
বার বার জানায়
দেখলাম আমার মুরুব্বি
মেজো ভাই মুরুব্বি।।
আবার দিলাম সালাম
অনেক কৌশল জিজ্ঞাসালাম
রাজনৈতিক সম্মেলন ঢাকায়
আগমন তায় ঢাকায়
মন খারাপ হল
সরকার তো এলোমেলো।
অল্প সময়ের মেহমান
তাই ভেবে হয়রান
মোর মেজো ভাই
বলে বারবার হায়
সম্মেলনে যাবো তায়
তাড়াতাড়ি কর ভাই।।
অল্প সময়ের মেহমানদারী
মনে হয় বাড়াবাড়ি
একটু রাগ করলুম
একটু অভিমান করলুম
খানা শেষে হায়
মেহমান চলে যায়।
চলে যেতে দিতে
মন কষ্ট লাগে
বারবার কান্না আসে
অল্প সময়ের মেহমান।
আমরা সবাই মেহমান
ভুলে যায় সবাই
রাজত্ব বাড়ায় বাড়ায়
আললাহ জ্ঞান দেও
মেহনানদারীর তৌফিক দেও
আমিন আমিন আমিন।।