আজব পৃথিবী
নাহি দামি
মুসাফির সবাই
অল্পের লাগি।
এত টাকা!!
এত টাকা!!
এত চাকচিক্য!!!
এত আধুনিকতা!!!
কেউ খায়!
কেউ কাতরায়!
কেউ ঘুমায়!
কেউ গাছতলায়!
কেউ রাঘববোয়াল!
কেউ বিনাচিকিৎসায়!
এত আজব!
এত গজব!
নাই হুশ!
হই ফুট!
আসল কাজে
মরি আলস্যে
পড় নামাজ
বলি সবাই।
করি মুনাজাত
চাই নাজাত
আললাহর ইবাদত
কারন পৃথিবীতে।
মূল কারন
আদশ সবার
তুলি দুইহাত
করি মোনাজাত।
দেয় নাজাত
হই আজাদ
খাঁটি বান্দা
হই তোমার।
মোনাজাত সবসময়
স্মরনে তোমায়
আমিন আমিন।।