আমি দেখেছি তোমায়
মোঃ সোহাগ প্রামানিক(উত্তরের পথিক)


১)
নিজের কাজে
সীমাবদ্ধ আমরা
কল্পনা ও আবেগ
ভুলে যাও।
তোমার যতো উদ্বেগ
আমার জাগ্রত
অজস্র স্বপ্নের মাঝে,
আমি দেখেছি
আমার প্রিয়ার
ফুলের বাগান।।


২)
আমি অনেক দেখি
আমার মাথা
বৃষ্টির ঝিমঝিমানির মাঝে,
ঘুর-পাকের খায় মাঝে,
আমার মাতালতায়
ঝাপসা দেখার মাঝে,
আমি চরকার মতো ঘুরছি
দেখছি ও বেড়িয়ে চলেছি।


৩)
আমি দেখেছি আমায় সেখানে,
অস্তিত্বের শুরু ছিলো সেখানে,
শুরুতে ছিলাম আমি সেখানে,
এবং আমি ছিলাম ভালোবাসার চেতনা।


৪)
আমি হয়েছি এখন শান্ত
সেখানে রয়েছে,
মাতালপনার ঘোর
কাটিয়ে উঠার তীব্র যন্ত্রণা।
আর আছে
আমার ভালোবাসার স্মৃতি।


৫)
আমি দেখেছি
সুখের কামনায়
আমি হয়েছি আকুল
আমি চাই
সাহায্য ও প্রার্থনা,
আমার চাই
আরো অনেক কৃপা,
আমার হৃদয়ের
ভেতরে কে যেনো
চুপিচুপি বলছে,
আমায় তুমি দেখো,
আমায় তুমি শোনো।।


৬)
আমিতো এখানে
এসেছি শুধু তোমারই জন্যে।
আমি তোমার চাঁদ
আমিই আমার চাঁদের আলো
আমি তোমার ফুলের বাগান
এবং তোমার পানি।


৭)
আমি দেখেছি তোমায়
জুতো কিংবা শাল ছাড়াই
দূরের পথ পেরিয়ে
এসেছি আমি;
শুধু তোমায়
পাওয়ার আকাঙ্ক্ষায়।।
আমি চাই
তুমি হও প্রফুল্ল,
চাই তুমি ভুলে যাও
তোমার যতো উদ্বেগ।
কারন শুধু
তোমায় তুমি ভালোবাসি
তোমায় করো
তুমি উৎফুল্ল।
হে গভীর
মনোবেদনা কাতর
আমিইতো করবো
তোমায় প্রশান্ত।।
করবো তোমায়
সব রোগমুক্ত,
আমি আনবো
তোমার জন্যে
একগুচ্ছ গোলাপ,
আমিও যে ছিলাম একদিন,
কাঁটার ভেতরে আবৃত।
তোমায় দেখি
অবাক চোখে
মনের তৃষ্ণা
কিছুতেই মিটে না।।