এতো কান্নার পানি রাখি কোথায়
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)


গনতন্ত্রের লেবাসে
মাজাভাঙা শাসকে
বিদেশ বেড়ানো!
টাকা উড়ানো!
নানা আজব
নানা গজব
তোতাপাখি নেতারা!
তালিবাজানো নেতারা!
আজ কান্নায়
মায়া কান্নায়
মোর মনে হয়
ছলনার কান্নায়।।


এতো বাহাদুরি!!
এতো উন্নয়নচুরি!!
দেশচুরি!!
গনতন্ত্র চুরি!!
তবুও গলাবাজি।


মোর নেএী
মোর নেএী
তমুক তমুক
আজব গজব
সবচেয়ে শক্তিশালী
কেন আজ
এতো আহাজারি!
বিদেশী বাবুর!!
পায়ে পড়ি!!!
বিদেশ বেড়ানো
বিশ্বরেকর্ড নেএী।।


কেন কেন
পানি পড়ে
কান্না শব্দে
কেউ কেউ
কেউ হাসে
কেউ খোঁজে
পাএ খোঁজে
পানির পাএ।


১৫ বছর
কেঁদেছে মানুষ
কাঁদ আজ
তোরা কাঁদ
লয়ে সাথে
পানির গামলা
লয়ে আমলা
লয়ে কামলা
কাঁদো তোরা
ছলনা করিও না।।


বাবাভক্তরা কোথায়?
চাপাবাজরা কোথায়?
সাথে লও
কান্নায় লও
চোখের পানি
কান্নার পানি
এতো পানি
এতো পানি
ভন্ডশাসকের কান্নায়
পানি রাখার জায়গা নাই।।