নদী চলে নদীর মত
সমাজ চলে অসাম্যের মত
নিয়মের বেড়াজালে আবদ্ধ নয়
আজ নিয়ম ভাঙ্গায় আনন্দ
এতো রক্ত, এতো গরম
এতো বেদনা, এতো গরম।।
এতো চেতনা, নাই শরম
এতো বেদনা,এতো ব্যথা
নাই ডাক্তার, নাই চিকিৎসা
এতো উন্নয়ন, এতো রক্ত
এতো রক্ত, এতো ব্যথ
পড়াশোনা শেষে ব্যথায়।।
চাকুরির জন্য দ্বারেদ্বারে হয়
এতো ব্যথায় পরিবার নষ্ট হয়
ভোট চোর আবারও সেই
জনগন লোক দেখানো সেই
ভোট চোরের জনগনের ব্যথা
কোনদিন নাহি বুঝে।
জনগন ব্যথায় চিৎকারে
শাসক তালিবাজায় সমতলে
কি সমাধান আছে?
কি ভাবনার অসাধারণ উন্নয়ন হবে?
ধনী গরীব বৈষম্য বাড়ছে
শাসক উন্নয়নের তসবী হাতে।।
কি বেদনা কি ব্যথা!!
শোনার সময় কই সরকারের!!!