মনে কষ্ট
আজ মনে পড়ে
মহান ত্যাগী নেতাদের
কারা আসল নেতা
কথায় বাজিমাত!!
কিন্তু কাজে ঠনঠনাটন!!!


আগষ্ট আসে বার বার
আবার চলেও যায়
কিছু কিছু বেদনার চরিত্র
কিছু কিছু মীরজাফরের চরিত্র
কান্নায় নদী,সাগর,বিল
বিলীন করবে মনে হয়
তারায় নিরব ছিল ১৯৭৫।।


ছলনা না কল্যাণকামী
নেতার অপকর্মে দেখলেও
পানির মত পরিষ্কার মনে হয়
আজ গোপালগঞ্জে লোক ধরে না
অথচ ১৯৭৫ আগরতলা বা
চৌকিরতলায় তারা লুকিয়ে ছিল
আজ আব্বা আববা মোদের আব্বা
মনে জান বেরিয়ে যাবে।।


মতলববাজদের হটাও
দেশ বাঁচাও
গনতন্ত্র, জবাবদিহিতা,সাম্য
আবার ফেরত আসুক।।