১)
সুন্দর বই
উপহার পেলাম
রমজান মোবারকে
মিষ্টি বউয়ের উপহার।
ছোট বই,
মনে হয়,
অনেকটা ছোট বন
যেখানে রয়েছে,
নানা গাছে
নানা ফুলে
নানা প্রাণীতে
নানা নদীতে।।
চারিদিকে অপরূপ দৃশ্য
বইয়ের পাতার পর পাতা
নানা রঙে
নানা গন্ধে
মাটি,পানি,বায়ু ও আগুনের মত,
মৌ মৌ গন্ধের  ব্যাকুলতা,
অনেক ফসলের শস্যদানার,
অমূল্য রত্নভান্ডার।।
২)
প্রতিটি পাতায় পাতায়,
নানা বিপ্লব,
নানা সংগাম,
নানা ইতিহাস,
রক্ত আর রক্ত,
সাথে একটু একটু,
ভালবাসার পরশের,
মিষ্টি গল্পগাঁথা,
কত কবি,কত বিজ্ঞানী,কত জ্ঞানী,
বইয়ের গন্ধে ব্যাকুল হয়ে,
সাহিত্য, বিজ্ঞানে
জগতকে আলোকিত করেছে।।
বই থেকে জ্ঞান নেও
অপ শিক্ষা নয়
তবুও নষ্টেরা
নানা অপকমে
নানা অপশিল্পে
নষ্ট হয়
সমাজ,রাষ্ট্র ও সভ্যতা।
৩)
এমন সমাজ কবে হবে
সবাই বইকে বন্ধু হিসেবে নেবে
বাজার থেকে বাসায়
আসার সময় বই
জমি থেকে ফেরার সময়
কৃষকের হাতে বই
নামাজ হতে ফেরার সময়
হাতে বই
অফিস থেকে ফেরার সময়
হাতে বই।।
নানা মতবাদে
মানুষ মরছে অপঘাতে,
সত্যি জানতে হবে,
বইয়ের গন্ধে,
পাগল হবে সবাই,
আল্লাহ সবাইকে,
কবুল করুক,
বল সবাই,
আমিন আমিন।।