মনে হয় অনেক কিছুই
আমার ইচ্ছেই হয় নি
ভাগ্য বা তকদির বলে
একটা কিছু আছে।
বাংলার আকাশ দেখলে,
বাংলার জমিন দেখলে,
মায়া লাগে রে,
মুজিব রুমাল দিয়ে
বার বার চোখ মুছি।।
গনতন্ত্রহীন কারাগার
গনতন্ত্রের কবরস্থান
পারমাণবিক বোমায় আহত
নিহত জমিন মনে হয়
সামান্য উন্নয়নের আমেজে।
মানুষ ভোট দেয় কেন?
সরকার গঠিত হয় কেন?
শামসু বিনা ভোটে জিতে
রাস্তার টোকাই
রাস্তার পাতি নেতা
টাকার রাখার জায়গা
নাহি পায়।।
বড়ই মায়া লাগে রে,
কেন সবার উন্নয়ন হয় না?
কেন মানুষ রোগে মরে?
খাজনা দিয়ে বাস করে!!
জনগন খায় বার বার বাঁশ
আনাচেকানাচের পাতি নেতা
এলাকার বাজার, রাস্তা, শিল্প,  ফসল তার।।
চাঁদা দেও
না হলে জীবন,
যাবে যার তার
বড়ই মায়া লাগে!!!
অপরাজনীতির, অপসংস্কৃতির
সংবাদমাধ্যম, টিভি শো,মিছিল
নিজ দল,
নিজ আদশ,
একক শাসক
অনিরপেক্ষ দৃষ্টিভঙগী
বড়ই মায়া লাগে!!
করপোরেট গুডা
ভাড়াটিয়া লেখক
দল তাবেদারি সমাজকর্মী
বড়ই মায়া লাগে!!
এদের গগন কাপানো
দাপটে জীবন যায় যায়।।
জনগণ জাগলে
লুকাবে বাবার মামার দেশে,
লুঙ্গি ধুতি সাথে,
নেওয়ার সময় পাবে না।
তখন আরও বেশি
মায়া লাগবে রে!!
সংশোধন হও,
জনগণের পা ধরে,
মাফ চাও,
আর মায়া লাগাইয়ো না!!
ক্ষমতা চিরস্থায়ী নয়,
ভালো মানুষের সুনাম সবসময়।।