দিন যায় রাত আসে,
কিছু স্মৃতি বার বার ভাসে,
আব্বা নেই
আমি এতিম।।
টাকা আছে আজ!
কিন্তু আব্বা কাকে ডাকব!
শশুরকে আব্বা ডাকি,
তৃপ্তি অতোটা পায় না।
বার বার মনে,
সেই আব্বাকে,
আমার পড়াশোনায় ঝামেলায়,
খেলা ও আড্ডায়।।
আমি কমই,
আব্বা কে দেখা পেতাম,
কোন বিপদ বা সমস্যা,
টাকা পয়সা লাগলে,
আব্বার মাথায়,
হাত বোলাতাম।
আব্বা যদিও রাগী মানুষ
তখন আমার দিকে তাকিয়ে
মুসকি হাসত অবিরত,
আব্বা দোআা নিতে আসলাম,
আব্বা পকেট থেকে টাকা দিত,
বলত হিসাব করে খরচ করবি।
আজ আমিও বাবা,
আমার সন্তান,
যখন আব্বা ডাকে,
সেই মধুরতা,
মনে কাজ করে।।
আব্বাকে বার বার,
মনে পড়ে,
আব্বা আমি,
তোমায় অনেক ভালোবাসি।
তোমায় মিস করি
তোমায় বার বার ডাকি
তুমি কবরে ঘুমিয়ে।
আব্বা ডাকে কি মধুরতা,
আমি তোমায়,
সবসময় মিস করি।
আল্লাহ আব্বাকে
জান্নাত নসিব কর।।