দীনহীন ও হতভাগ্য কবিরা সব
(সব অপরাজনীতির শক্তির অপশাসনের শিকার সব কবিরা)


বাংলাদেশের কবিরা
বৃটিশ বিরোধীতা করছেন
পাকিস্তান বিরোধীতা করছেন
কিন্তু তারপর অপশক্তি কি আসে নি
কলমে তখন কালি ঝরে না
অন্যায় সে অন্যায়
কলমে কলমে প্রতিবাদ হবে
কিন্তু কবিরা নিজ ধান্দায়
আজ বিবেকের কারাগারে।।


সাহিত্যের যুগ সবসময়
দীনহীন ও হতভাগ্য কবিরা সব,
মৃত্যু এবং জীবন তাদের করেছে নির্মম হয়রানি, অবশেষে অনুভূতি-শূন্য আড়ম্বর
যাদের শব দিয়েছে ঢেকে,
চালান হয়ে গেছেন যারা
জীবনের মরনের দাঁতালো গহ্বরে।।


পাথরখণ্ডের মত অজ্ঞাত তারা আজ,
তাদের নিবিড় ঘুম নীরবতাহীন,
দাম্ভিক ঘোড়ার খুরে
মিশে গিয়ে তারা হানাদার শত্রুর
কাছে হয়েছেন সম্পূর্ণ বিলীন;
আর তাদের ঘিরে থাকা বেবাক চাটুকার।।


তাদের মৃত্যু নিশ্চিত জেনে
নিশ্চিন্তে করেছে শেষকৃত্য পালন
তুমুল ভোজন-বিলাসিতায়,
ভোজ্য মাংস আর বাক্যবাগীশ
বক্তৃতার ঘৃণ্য প্রাচুর্যে।।


অন্তর্ঘাতক তারা,
অথচ কবির মৃত্যু নিয়ে
তারা দেয় বহুত অপবাদ,
কারণ তার কণ্ঠস্বর আজ রুদ্ধ চিরতরে,
অন্যথায় তাঁর প্রতিবাদী সংগীতে
তারা দিতেন অন্যায়ের এর সমুচিত জবাব।।