স্বপ অনেক মোদের
সব পুরন হয়
কখনোও নাহি হয়
করো স্বপো নদীর
জলে সারাদিন গোসল
কারো আবার
বই পড়া
কবি হওয়া
নজরুল রবীন্দ্রনাথের মত হওয়া
কারো স্বপ
মানবকল্যাণ করা
যেমন রাজনৈতিবিদের মত
যদিও বাংলার রাজনীতিবিদের
উদেশ্য আলাদা
কারো আবার
আকাশ ও পাহাড় জয়ের
কেউ আবার মাছ ধরা
কারো স্বপ প্রেমে পড়া
সত্যি আমার স্বপন
প্রেমে পড়া
আমার মন ও
একসময় একটা
মেয়ের গভীর পেরেমে
আকুল ও ব্যাকুল  ছিল
নামটি বলেই দেই
রাবেয়া বাসরী
দশ বছর আগে দেখা
বিবাহের জন্য
পথম দশনে
পেরেমে পড়ে গেলাম
বিয়ের আগে চারদিন চুটিয়ে
প্রেম করলুম মোরা
দজন দুজনে একাকার
আর একা ভালো লাগতো না
বিয়ে করলাম
চিরসাথী দুজনে হলাম
ঠিক দশ বছর আগের  চার দিন
স্মরনীয় ও বরনীয় মোর জীবনে।।