দর্শন ১


শয়তানের মুখোশ  পড়ে,
হে গনতন্ত্রের লেবাসের মানবী
রক্তখেকো মানবী আর তার অপকর্মের ও
রহস্যের রাজনৈতির ভাঙগা প্রাসাদ
আমি অপেক্ষা করছি না
সেই মানবতার মায়ের লেবাসে
দেশের মানবকে নিয়ে হোলি খেলা
যে অগ্নিশিখা ও লগি বৈঠা হাতে দিয়ে।।


সমুদ্রের(দেশ) পাকস্থলির ঝিনুক থেকে চুরি করা-
মুক্তোর মালায় সজ্জিত হয়ে এদিকে আসবে।
আমি অপেক্ষা করছি না
সেই শায়তানের জন্য
যে নিজেই বিহ্বল পথহারা
মানবকে কি পথ দেখাবে বল।।


বড়, বড়, রাজনীতির ভাষার রসদ কই গেল
ছলনাময়ী মানবতার মায়ের আজ
দ্বিধাগ্রস্ত, রাগ করছে কান্না করছে
নত হচ্ছে ভারত,রাশিয়া, আমেরিকার কাছে
কোথায় বাপ, বাপ
কোথায় পিতা, পিতা
শব্দ যেন মহাকাব্য লিখে
আর ছড়াচ্ছে ঔজ্জ্বল্য
নিজে বাঁচলে বাপের নাম
তোমার মুখ হে কন্যা,তেন কন্যা
সেই মওলাকে মোবারকবাদ জানায়।



দর্শন ২


গনতন্ত্র নেই
আছে কাগজে কলমে
আইনের শাসন নেই
আছে কাগজে
লাইব্রেরিতে রাখা বইগুলোতে
হঠাৎ চোখ রেখে
দেখতে পাই ঢাকা শহর হওয়ায় উড়ছে।
একটি সিল্কের দেয়াল আর নিহত নক্ষত্র  
দোল খাচ্ছে  একটি সবুজ বোতলে।
দেখতে পাই  রাজপুত্রের উপস্থিতিতে
একটি কান্নার মূর্তি –মানবতার মায়ের লেবাসে
গনতন্ত্রের কন্যার লেবাসে
শয়তানের বিচ্ছিন্ন অঙ্গসমূহের
মাটির তাল,অবলুণ্ঠিত।