বাংলার পথে
আমি হেঁটে হেঁটে
আমি ক্লান্ত
আমি গান গাই
তবে মন ভরে না
মন হয়ে হয়
আমার প্রান চলে যাবে
চারিদিকে ছড়িয়ে
এতো চাপাবাজী
এতো ছলনা
সরকারী সেবা
জনগনের কিছু করার থাকে না
টেবিলে টেবিলে
জনগণের সাথে ফাঁকিবাজী করে
রাস্তা ঘাট
উন্নয়নে রাস্তায়
হাটতে পারি না
সাগর পাড়ে
উন্নয়ন দেখে
পানিতে ঝাপ দিতে ইচ্ছে করে
সরকারের নেতার গল্প শুনে
গেলাম তার এলাকায়
মানুষ থাকে গাছতলায়
নেতার ছেলে নতুন নতুন গাড়ি চালায়
সরকারের বড় নেতা
সব দেখে চুপ থাকে
নিবাচনের আগে বড় নেতা / পাতি নেতা
চলে কথার ঝুড়ি
জনগনের বাড়ি হবে
চাকরি হবে
হাসপাতাল হবে
নেতা এমপি হলে
তাদের সব হয়
জনগন নিঃস্ব হয়
ফাঁকিবাজীরা সাবধান হও
বাংলার জনগন তোমাদের শায়েস্তা করবে।।