রাত হল
কিন্তু আশা তো
নিরাশার রয়ে গেল
গভীর রাত
গভীর অন্ধকার
জোনাকি পোকা
জোছনা ভরা আকাশ
তারা তো এখনও
ফিরে আসলো না
হঠাৎ বৃষ্টি এলো
মিষ্টি হাওয়া
রিমঝিম বৃষ্টি র শব্দ
ব্যাঙের ডাক
আর তো ফিরে আসলো না
দুঃখ চারিদিকে
না পাওয়ার বেদনা
ছলনাময় রাজনীতির
অপঘাতে জজরিত
বাংলাদেশের মানব সভ্যতা
শাসকদের মিথ্যা ওয়াদা
শাসকদের মিথ্যা ইতিহাস
বাপ দাদার কলপকাহিনী
সব যেন
বিষ পানের মত মনে হয়
মৌলিক অধিকার
মতপকাশের স্বাধীনতা
গনতন্ত্র জনতন্ত্র
তারা তো বন্দী থাকে
তারা তো আর
ফিরে আসলো না
বাংলার মানুষ
আকাশ পানে
আশার বাণীও
নিয়ে বাঁচতে চায়
তা না হলে
সবাই না ফেরার
দেশে চলে যাব।।