উদাসীন যাএী
অন্ধকার রাএী
ঝিঁঝিপোকার ডাক
শেয়ালের হাঁক।
ক্লান্ত যাএী
ঘুমহীন যাএী
মোরা সবাই
দুদিনের যাএী।
শান্তিতে ঘুম
স্বপন বিভোর
ঘুমহীন সমাজ
ধ্বংসবাজ সমাজ।
সৃষ্টিতে উল্লাস
ধ্বংসতেও উল্লাস
এসেছি কোথায়
যাব কোথায়।
নাহি ভাবনা
পেট ভাবনা
আসল মুক্তি
নানা যুক্তি।
ঘুমহীন যাএী
আসবেই মুক্তি।।