সকালে উঠি না
আফসোস হয় না
পাখির ডাকও না
কুরআনও শুনি না
আফসোস হয় না
মনও কাঁদে না।
নিজেকে চিনি না
পেট ভরানোর বাহনা
একটু সুখের তাজমহল
শুরু হয় গন্ডগোল
সময় মত কাজ
সময় মত নামাজ।
সবাইকে সম্মান কর
কুরআনকে আঁকড়ে ধর
এমন সমাজ বিনিমান
মরেও হবে আমলান
আফসোস পরে করে
লাভ নায় রে।
কাজে হও আগুয়ান
কাজে হও সাবধান।।