আধুনিক জীবনবোধে আমরা
পুরোপুরি যনএ আমরা
অনেক সময় অসহায়
পরিবেশের কাছে অসহায়
এত দেবাগ অহংকার
চূন হয় আবার
শীত আসে যায়
হায় আফসোস হয়
হায় আফসোস হয়
মানুষ আবার অসহায়
খাবার থাকে কম
পোশাক থাকে কম
ঘুম হয় কম
জন্ম হয় কম
মানবতা কম হয়
সবাই ব্যসত রয়
হায় আফসোস হয়
গরীবরা মরে হায়
ধনীরা পিঠা খায়
গরীরা গাছ তলায়
বৈষম্য ও আফসোস
থাকে না সাহস
হায় আফসোস হয়
হায় আফসোস হয়
গরীরদের সহয়তা করি
তাদের সাথে জীবনগড়ি
একটু সহানুভূতি দেয়
ভেদাভেদ ভুলে যায়।