নতুন দিগন্তে
পাখা মেলি
নতুন কিছু
পাবার আশায়
কখনও নিরাশ হই
কিন্তু হাল ছেড়ে দেই না
মৌলিক অধিকার ও আনদোলন
জবাবদিহিতা ন্যায় বিচার
জনগন না পেলে
রাস্তায় নামে
মিছিল করে
সুবিধাবাদী  সরকার
পশু হায়নার মত
থাবা বসায়
সরকারের গদি নড়ে উঠে
মানে তার বিদায় ঘন্টা বেজে ওঠে
লোভ কাউকে ছাড়ে না
আমরা ইতিহাস
থেকে শিক্ষা নেই না
১৯৪৭'৫২'৬৯'৭০'৭১সালে
আরও ১৯৭২'৭৩'৭৪'৭৫সালে
একটু ১৯৮১'১৯৯০সালে
আমরা হায়নার থাবার নিচে ছিলাম
মুক্তি আমাদের হয় নি
সাময়িক মুক্তি পেয়েছি
জনগনের অধিকার!
সাম্য মানবাধিকার!
সব লন্ঠিত হয়েছিল!
তেমন সফল নেতা আমরা পায় নি?
আমাদের কপাল খারাপ
বার বার হায়নাদের শিকার
কত রক্ত দেব!!