বন্ধ ঘরে দম বন্ধ
মন চায় বেশি সুগন্ধ
নতুন নতুন পরিবেশ আবার
হাতছানি দেয় মোরে আবার।
বহু দিনের জমানো রাগ
মাটির সাথে মেশাতে ভাগ
সাধনা যেন সফল হয়
তাই তো হারিয়ে যায়।
এক বার নয় আবার
কোথায় যেন হায় বন্ধুরা
বাংলার চিরন্তন স্মৃতির বন্ধুরা
সাগর মোহনায় কেন হারিয়ে?
পাহাড়ে কেন মন হারিয়ে?
নিজ গেরাম দেখো আবার
হারিয়ে যাবে কোন ঠিকানায়
আপন আপন নীড় বাঁধার
সত্যি ঠিকানায় সত্যি হারায়
একবার নয় বার বার।।