যেমন প্রশ্ন ও তেমন উত্তর
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)


১)
জিজ্ঞাসিব জনে জনে,
প্রশ্ন কর,
উত্তর তারই মধ্যে।।
যদি কেউ তোমার
কাছে জানতে চায়,
বেহেশতের হুররা
দেখতে কেমন?
সাহস নিয়ে,
তোমার মুখখানা তাদের
দেখিয়ে বলো, এমন।
যদি কেউ তোমাকে
চাঁদের সৌন্দর্য ব্যখ্যা
করতে বলে কেমন?
হতাশ হয়ো না,
ছাদের উপরে উঠে বলো, এমন।


২)
প্রশ্ন কর
উত্তর তারই মধ্যে
যদি কেউ খোঁজে
একটি ফেরেশতা,
মিষ্টি হাসির সুরে
তুমি তাদের দেখতে দাও
তোমার মুখাবয়ব।
যদি কেউ বলাবলি করে,
কম্ভরীর খুশবো কেমন?
মিষ্টি নয়নে হাসির সুরে
তোমার চুলের বেনী খুলে
দিয়ে তাদের বলো; এমন।
যদি কেউ বলে,
মেঘ কিভাবে
চাঁদকে করে উন্মোচন?
জ্ঞানীর মত করে,
তোমার জামার সামনের বাঁধন
একটি খুলে বলো; এমন।
যদি কেউ জানতে চায়,
ঈসা নবী মৃতকে জীবিত
করেছিল কি করে?
গভীর ভালেবাসার সাথে
মায়া জড়ানো ভাষায়,
তাদের বলো,
এমনটি করে।


৩)
প্রশ্ন কর
উত্তর তারই মধ্যে
যদি কেউ জানতে চায়,
ভালোবাসার জন্যে
যারা প্রাণ দিলো,
তাঁরা ছিলো কেমন?
তাদের নিজেকে
দেখিয়ে বলো,এমন।
যদি কেউ বিনীত হয়ে
জানতে চায় যে
তোমার উচ্চতা কেমন?
তোমার ভ্রু দু’খানা
উঁচু করে দেখিয়ে বলো, এমন।
বন্ধুগন তারুণ্য এখন,
জানার, ভাবার ও মানার সময়,
প্রশ্ন কর,
সঠিক জানো।
সাফল্য তোমারই জন্য,
শুকরিয়া আল্লাহর সবসময়।
বল সবাই যখন তখন
আমিন আমিন।।