আমরা কী শুনতে পাই
মাঝে মাঝে  কেউ  পাই
সমুদ্রের স্বর
মায়াবিনী স্বর
নতুন রাএিতে
আমাবস্যার চাঁদে
বিরহের গানে
বিবাহের গানে
পৃথিবীর পরান
করে আনচান
কথা কয়
আবার কয়
পথম ভোরে
আদুল গায়ে
লাখ তারার সাথে
জীবন ও মরনের গন্ধ পাই
মরনে নাই
ক্লান্তি নাই
কেউ অপরাধ করে
নাহি  মাফ পায়
শান্তি কিভাবে
আমাদের আসবে
আল্লাহ জীবনে কল্যানকর কর
মরনে কর
কালেমা মুখে
যাই যেন তোমার কাছে
অপরাধীরা সাবধান হও
আল্লাহ র কাছে মাফ লও।।