যদিও পতি রাতে
নতুন নতুন গল্পে
আমি বিমোহিত থাকি
কখনও ঘুম আসে
কখনও আবার আসে না
অনেক চিন্তা করি
সঠিক চিন্তা করি কখনও
কখনও চিন্তা করি না সঠিক
মিষ্টি কথা শুনতে চায়
গভীর রাতে একা থাকি
চাদের আলো দেখতে দেখতে
জোনাকি  দেখতে দেখতে
নীল আকাশ
কালো আকাশ
কখন যেন আপন হয়ে যায়
এই গহীন রাতে
মিষ্টি মেয়ের
মিষ্টি চাহনী
মিষ্টি আদর
আমি চিনি
আপন করে রাখতে চায় মন
এই গহীন রাতে
জোছনার  গান
পেয়সীর গান
চাদের মিষ্টি মিষ্টি চাহনী
ছোট পদীপের আলোয়
নানা পকারের পোকার খেলায়
দীপ ও নদী
একাকার একই মোহনায়
রাতের বাতাসের কবিতা
রাতের শিশিরে
এই মায়াবী রাতে।।