শিশিরের পানি ঝরে
সারা রাত ধরে
টুনটুনি পাখিরা ঘুমায়
খুব কমই এখন।
তার সাথে যোগ
হিম ঠান্ডার পান্ডা
শৈত্যে জীবন যায়
গরীবের দূযোগ যায়
কাজ কম হায়
খাবারও কম হয়।
শিশুরা কাঁদে হায়
তখন শীতপোশাক ও
যখন তখন শীত
ধনীদের যেন ঈদ
গরম পোশাকের বাহারে
গরীবরা ঠান্ডায় মরে।।
যখন তখন শীত
চলে অনেক গীত
কবিরা ব্যসত কবিতায়
রাজনৈতিবিদরা ব্যসত ধান্দায়।
গরীবরা চিরকাল মরে
অভাবে হায় হায়রে
আসো বন্ধুরা আসো
মানবতার তরে আসো।
গরীবের কাছে আসো
একটু একটু ভালোবাসো
তখন দেখবে তুমি
যখন দেখবে তুমি
আল্লাহর ভালোবাসা তোমায়
করেছে সুখি এধরায়
আমিন আমিন আমিন।।