১)
সত্যিকারের একজন মানুষ
প্রেমে পড়ে
সংসার করে
তখন সবসময়।
কাল প্রত্যুষে
গ্রামের দিগন্তরেখায়
আলো ফুটবে
দেখো তুমি,
তখন আমি যাত্রা শুরু করবো।
আমি জানি
তুমি যে
আমার অপেক্ষায় বসে আছো।


২)
আমি বনের ভেতর
দিয়ে হেঁটে যাবো,
আমি পাহাড় টপকে চলে যাবো।
একটি মুহূর্তও যে
আমি তোমার কাছ
থেকে বিচ্ছিন্ন থাকতে পারছি না।


৩)
যখন আমি হাঁটতে
থাকবো আমার দৃষ্টি
তুমি শুধু তুমি
থাকবে নিবদ্ধ
আমার চিন্তারাজীতে,
তার বাইরে আমি
যে কিছুই দেখবো না,
কিছুই কানে তুলবো না।


৪)
তবুও কখনও কখনও
একাকী আমি রাখবো মাথা ঝুঁকিয়ে,
আর আমার হাত
দুটি থাকবে আড়াআড়ি হয়ে,
বিষাদাচ্ছন্ন থাকবো আমি,
যার কাছে দিন হয়ে
যাবে রাতের সমতুল্য।


৫)
জীবনের নিয়মে
কিছু নিয়ম যেন চিরন্তন
আমি দেখবো না
দিবস শেষে পড়ন্ত
বিকেলের সোনালি আভা,
দেখবো না আরফ্লরের
দিকে ধাবিত হওয়া
জাহাজের পালগুলো,
এবং যখন আমি
তোমার কাছে পৌঁছবো,
তোমার কবরের ওপর রাখবো
সবুজ হলি  আর হিদার -পুষ্প
দিয়ে তৈরি করা
একটি ফুলের তোড়া
বিরহ শেষ হয় না কখনও।।