কেন, আমি ভালোবাসি
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক(উত্তরের পথিক)
১.
আমি ভালোবাসি যখন
তখন মনে হয়
কিছু সময়ের আমিই মালিক!!!
আর মনে হয়
আমারই দখলে আছে
দুনিয়া ও দুনিয়ার সব।।
আমি অশ্বারূঢ় হয়ে
আমি যাইতেছি সূর্যভ্রমণে!!


২.
আমি ভালোবাসি কেন
মনে মনে আমি হয়ে যাই অদৃশ্য
কষ্টের দ্রবীভূত আলো—
গরীবের কবিতার খাতা হয়ে ওঠে
ভালোবাসার অবাক নয়নের
লজ্জাবতীর ঝোঁপ, পপিফুলবাগ!


৩.
কেন আমি ভালোবাসি?
আমার আঙুল হয়
অনন্ত এক ঝর্নাধারার উত্‍স
আমার জিহ্বায় গজিয়ে ওঠে সবুজ ঘাস
অকারণে আমি ভালোবাসি,
পৃথিবীর সময় চেতনার বিপরীতে তখন,
ভালোবাসার কারনে
আমিই হয়ে উঠি এক মহাকাল!
মোর মনে হয়।।


৪.
কেন আমি কোনও নারীকে ভালোবাসি
মোর হৃদয়ের জানালায়
যারে বার বার চায়
প্রিয়ার সমস্ত বৃক্ষ খালি পায়ে(হৃদয়)
আমারে আড়াল করে
সে আগে আগে ছোটে!