দিন যায় দিন আসে
গরীবের ভাগ্য নাহি আসে
সারাদিন কাজ আর কাজ
অবসর পেলেই একটু অকাজ।
বাংলায়চিরকাল অভাব আর অভাব
জ্ঞানভিত্তিক সমাজের বাস্তব অভাব
লাইব্রেরি দরকার গেরামে ও
লাইব্রেরি দরকার শহরে ও।
আমার খুব পড়তে ইচ্ছে করে
আমার খুব গাইতে ইচ্ছে করে
আল্লাহকে বলি জ্ঞান দেও
মোরে বেশি বেশি এখনও।
খুব ইচ্ছে করে বেশি
দেশ বিদেশে ঘুরতে মজি
সাহিত্য পড়তে ভালো লাগে
ধম পড়তে ভালো লাগে।
কবিতা লিখতে ভালো লাগে
কবিতা পড়তে ভালো লাগে
রাতে ঘুম কম হয়
পড়তে পড়তে ভোর হয়।