কিছু হতাশা ও মুক্তির কথা ১
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)


১)
আমরা চেয়েছি সুখের ঘরবাড়ি
আমরা চেয়েছি সোনার সংসার
আমরা পেয়েছি সবকিছু বাড়াবাড়ি
আমরা পেয়েছি সত্যি,
আজব তাসের খেলাঘর।।


২)
আমরা চেয়েছি মুক্ত
আকাশের মতো বুক উঁচিয়ে
হলুদাভ যত প্রয়োজন তুলে রাখা
আমরা পেয়েছি অসার
ক্লান্তিতে মাখা মুখ
জীবনের নামে না মরেও
মরে বেঁচে থাকা।।


৩)
আমরা চেয়েছি সবসময়
সবুজ ধানক্ষেত সবার
গ্রামে গ্রামে নব নব সৃষ্টিতে
যৌথখামার বাড়ি।
সত্যি, আমরা পেয়েছি
আজব ফলিডল,  
সবসময় আধপেটা
ভোটের নামে গজব
মাফিয়ার রাজনীতির মহামারী।।


৪)
ছোটবেলা থেকেই
আমরা চেয়েছি সরকারী চাকরি
সবসময় বাবার অসুখ,
ঘরে আইবুড়ো কয়েকটি বোন
বাধ্য হয়ে করেছি
বদলে করেছি ঘটিবাটি বিক্রি
সান্তনা দেয় নি কেউ
সহযোগিতা করে নি কেউ
আজও কম বেশি
আমরা করছি আমরণ অনশন।।


৫)
অধিকার আদায়ে
সমাজকে সচেতনে
সবাইকে জাগাতে
আমরা চেয়েছি
সবাইকে নিয়ে মিছিলে
মিছিলে পথ হাঁটতে
রাজপথে হবে শান্তিময় সমাবেশ
ব্যারিকেড ভাঙা জনতার
অধিকার ও সংগ্রামের প্রেম।।
আমরা পেয়েছি আজও
অনেক বাঁধা
মাফিয়া শাসক ও
চাটুকার দুর্বৃত্ত নেতাদের
অনাবিল জটিলতা
হিসেব না মেলা
জীবনের উন্নয়নের সবকে
নব নব প্রবলেম।।


৬)
৫০ বছর পরেও
আজও আফসোস
হতাশা  আর হতাশা
তবুও মোরা চেয়েছি
গল্প লেখা হোক
কবিতায় উঠুক দিকে
দিকে সব দাবী।।
আমরা পেয়েছি
আজও উৎসবের নামে
নব নব শোক শোভাযাত্রার হরিলুট
মাফিয়া হায়েনারুপি  
শিরদাঁড়াহীন শাসকের
জি হুজুর করা
সচেতন নাগরিক সমাজ আর
চাটুকার কবি-বুদ্ধিজিবি।।


৭)
আমরা ভাঙব
গনতন্ত্রের লেবাসে
নব্য চেঙ্গিস খান
নব্য ইয়াহিয়া খানের
উওরসুরী শাসকের কালো হাত
আমরাই করব
সবার মুক্তির
আগামীর রূপরেখা
আমরা গড়ব হাতে হাতে ব্যারিকেড
পথেই হবে সবার সাথে দেখা ইনশাআল্লাহ
আমিন আমিন আমিন।।