কিছু মেঘ নিরালায় ডাকে


মোঃ সালেহ উদ্দিন প্রামানিক


এখন আমার মুঠোফোনের
ব্যাটারী খুলে রেখে দিয়েছি,
কেউ আর আমাকে পাবে না—
অন্তত এই বিকেলে/সনধ্যায় তো নয়
এখন আমার পরামর্শ আর মতামত ছাড়াই তাদের চলতে হবে।
এখন কেউ আর আমাকে স্মরন করবে না
দ্বিধান্বিত কণ্ঠে শুধাবে না।।


একদা যে মেয়েটিকে আমি ভালোবাসতাম
তার মৃত্যুর খবর আমি শুনেছি কি না—
শহরের ওপর মৃত্যুর  কান্নার শব্দ
বিরহে সাদা মেঘ উড়ছিল যেখানে সেখানে
সেগুলোর অস্তিত্ব এখন বিলীন হয়েছে।
জ্বি, আমি প্রেমিক, আমিই শুনেছি।


আবার নতুন প্রেম হয়
তাই তো আজ সকালটা
এত সুন্দর ছিল যে
তারই আমাকে সাবধান করে
বার বার দেওয়া উচিত ছিল।


সূর্যটা ছোট কমলালেবুগুলোকে
মাতাল করে তুলেছে
আর জ্বলজ্বলে লাল আর হলুদ
ফুলগুলো যেন অযুত মোমবাতি
আজকের এই বিকেলে আমাকে
তাদের ছাড় দিতে হবে।।


অনেক আগের ঘটনাগুলো
আবার ঘটছে সেগুলো দেখতে
আমি ব্যস্ত।
রজনীগন্ধার বাগানে চেয়ারে
হেলান দিয়ে বসে দেখছি
অসম্ভব নীল আকাশ,
ভেঙে গেছে—বলা যায়।।
সাদা সাদা অসম্ভব কমনীয়
উত্তাল কিছু মেঘের তরঙ্গ
সত্যি, মন ছুঁয়ে যায়
এক শূন্যগর্ভ থেকে আরেক অনস্তিত্বে ধাবিত হচ্ছে।