কিছু কথা
ভয়ে ভয়ে
দেখি আবার
মাঝে মাঝে সবুজবীথি
আবার জোছনা দেখি
উন্নয়নের ওয়াদা শুনি
নামে মাএ উন্নয়ন দেখি
গুলি আগুন
পুলিশের গেফতার
গুম খুন
এগুলো উন্নয়নের অন্য নাম!!
হেমন্তের মধুর রাত
এখন শাবনের রাত মনে হয়
খাদ্য নাই
চিকিৎসা নাই
চাকরি নাই
জবাবদিহিতা নাই
বাংলাদেশে শুধু
তবুও বিশের বুকে
উন্নয়নশীল দেশ!!!
চোরের খনি
দুনীতির রোলমডেল
ছলনাকারী রাজনীতিবিদদের কারখানা!!
কিছু কথা
তবুও তারায় জাতির বিবেক
জাতির আগামী কনধার
একটু সুফল
একটু পরিবেশ
যেন সবার(নেতার) আকাশ জয় করল
জনগণের জন্য
গনতন্ত্রের জন্য
পরিবারতন্ত্র
একদলীয় শাসন
অপশাসন
কোন নেতাকে
কথা বলতে শুনি না
জনগণ জাগো
কত গুলি খাবে
মৌলিক অধিকার কবে
তোমরা ফিরে পাবে
কিছু কথা
মনে রেখ
দলকানা!!
নেতা অন্ধ হয়ো না!!
রাজনীতিবিদের সব কথা বিশ্বাস!!
কখনো কর না
কিছু কথা
কিছু ওয়াদা।।