১.স্বাধীনতার বিচিত্র ও ভয়াবহ  রূপ


সবার চোখের মনযোগ
স্বাধীনতা তুমি
নষ্ট করেছো
আরও নষ্ট করেছো
সবার দুই হাতের
চমকপ্রদ আশা ও শ্রম ।
তুমি কয়েক গামলা
ভাতের উপযোগী
চাল করছো মন্থন,
যে ভাত একটি গ্রাসও
তুমি ভোগ করবেনা;
তুমি অন্যদের দাস
হবার ব্যাপারে স্বাধীন
তুমি ধনীদের আরো
বেশি ধনী করার
ব্যাপারই চিরন্তন  স্বাধীন।
.
তোমার জন্মমুহূর্তে ওরা
সবার চারপাশে স্থাপন করলো
মিথ্যা উৎপাদনের কারখানা;
মিথ্যা - যা আজীবনের
ধ্বংসের জন্য যথেষ্ট।
তোমার চিন্তাশীল ভঙ্গীতে
তোমার মহান স্বাধীনতা
নিয়ে চিন্তা করেই যাচ্ছো !
স্বাধীন চেতনাটুকু থাকার
স্বাধীনতাই কেবল তোমারই আছে???
.
তোমার মাথা
এতই নত যেন
তা গ্রীবা থেকে
অর্ধেক কাটা আর
তোমার হাতদুটো
লম্বা ও ঝুলানো।।


মহান স্বাধীনতা
নিয়ে তুমি উদ্দেশ্যহীন
এবং  চিরস্বাধীন,
বেকার থাকার
স্বাধীনতা নিয়েই,
আমরা স্বাধীন।।


২. জান অনেক মানো কম
.
সবার জান
সবার মানো
সবাই তো এক নয়
তবে মানব ও জীব।
জগৎ সংসার
আজ এলোমেলো
সময় মূল্যবান
জীবন তুচ্ছ
মানবতা তুচ্ছ
অপরকে ধ্বংস করতে।।
নো চিন্তা!!!
নো মীমাংসা!!!
মারো, কাটো,ফূর্তি কর!!!


সবচেয়ে মূল্যবান বস্তুর মতই
সবাই  ভালোবাসে না স্বদেশকে।
অথচ একদিন,
আমরাও ভুলে যাব
নীতি,নৈতিকতা ও মানবতাবোধ।।


আসুন নিজেকে জানি আগে
নিজ ধম
নিজ দেশ
নিজ ভাষা
নিজ সংস্কৃতি
নিজ ঐতিহ্য
বিশ্ব রাজনীতি
বিশ্ব বিবেক
ইতিহাস, বিজ্ঞান
আরও নানাবিধ।।
জানব মোরা
মানব মোরা
গড়ব এমন ভুবন
সুখে থাকব মোরা
রহমতের বাতাস সারাক্ষণ।।


৩.বিচিত্র ভাবনার কারাগারে


চারিদিকে মিছিল
বুলেট ও রক্তের গন্ধ
কিছু মীরজাফর
কিছু দেশপ্রেমিক
কে আসল
কে নকল
কে সুবিধাবাদী
কে ত্যাগী।।


কে দেশ বেচতে চায়
কে রক্ষা করতে চায়
কে কে ভারতপন্থী
কে পাকবন্ধু
কে চীনপন্থী।।


কে রাশিয়ার গুপ্তচর
কে উন্নয়নের দালাল
কে টাকাপাচারকারী
কে কে আজব গজব বন্ধু
এতো বন্ধু চারিদিকে
শএু মন হয় কারাগারে!!


দেশ ও রাজনীতি
আজ মনে হয়
টাকা কামানোর মেশিন
বিচিত্র ভাবনার আড়ালে
মনে হয় আমরা
আজও কারাগারে।।


৪। আশাবাদী মানুষ হই সবাই


কিছু আশার স্মৃতি
কিছু ব্যথতার গল্প
আজও হাসি পায়
চোখে একটু পানিও আসে।।


শৈশবে মোরা কেউ কেউ
কখনো মাছির পাখা ছেড়েনি
বিড়ালের লেজে বাধেনি টিনের ক্যান
ম্যাচবাক্সে বন্দী করেনি পোকাদের
কিংবা আটকে রাখেনি উইপোকাদের ।


সে বড় হয়ে উঠলো
এইসব কিছুই করা হল তার প্রতি
আমরা সবাই  তার
মৃত্যুশয্যার পাশেই ছিলাম ।
সে সমুদ্র ও সূর্য নিয়ে,
আজও আশায় মোরা
ধ্বংসে নয়
নব নব কল্যানের তরে
পারমাণবিক চুল্লি ও স্যাটেলাইট নিয়ে
মানব সভ্যতার মহত্ব নিয়ে
আমাদের একটা  আশার কবিতা
পাঠ করতেই হবে
বাকীটা আল্লাহ মালুম।।