কোনো কথা হবে না
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)


ভোর হল
নামাজ পড়লাম
শেষে হাতে আল কুরআন।।
মনে অনাবিল আনন্দ
পবিত্র হওয়ার আনন্দ
ঘুমে চোখ টানটান।
মনকে বললাম
কেন এমন করিস
আরও পড়তে হবে।।


কোন কথা হবে না
দিন শেষে নামে সন্ধ্যা
দরজার আড়ালে সবাই কথা বলে
নিচু স্বরে।
সমাজ এলোমেলো
পশ্চিমা সভ্যতার আগ্রাসন
সমাধানে তাই রুমি,রবি, শেখ সাদী
হাতে নজরুল রচনাসমগ্র
ইকবাল ও শেলীর কবিতাসমগ্র
কোন কথা হবে না
শুধু পড় আর পড়
জানি আমার কথা
কেউ শুনবে না।।


কেউ আমার পছন্দ করে না
পদধ্বনিও  শোনতে চাইবে না
শোনে না।।
পিচঢালা রাস্তার ওপর
আমার হৃদয়ের আঘাত
আমার কষ্ট
তোমাদের কেউ দেখে না।
তোমাদের এক কথা
কোন কথা হবে না
যে যার জায়গায়
যেন একেকজন মহাবীর।।


মোর কান্নার
রাতের চক্ষু
নগ্নতা সেই পথ
যে আমাকে
সমুদ্রের দিকে ধাবিত করে
আমাকে নিজের অতলান্তে নিয়ে যায়
নিয়ে যায় অনিষ্টের প্রান্তদেশে
শুধু একই শব্দের সমাহার
কোন কথা হবে না।।


এসো সত্যের পথে
বার বার আহবান
কিন্তু মানবরা
রুটি, ভাতে,মদে ব্যসত
মোর স্ফীত পলিপ্স টিস্যুর যন্ত্রণা
শৈবাল, প্রবাল, আকাশের তারা
শুধু বন্ধু আমার।
ছায়ার ভেতরে খুঁজে
পাওয়া যায় না
আমার অভিযোগের আকর
খুবই নিকষ কালো।


মানবের বিশ্বাসঘাতকতা
ষড়যন্ত্র (চেনা বাতাস)
এই শিকড় সার্বভৌম
সাড়িয়ে তোলে মোরে
মহান রবের ভালোবাসা
সত্যি আমায় নিরাশ করে না।


মানবরা শোন আগে
ভালো লাগলে গ্রহণ কর
কষ্ট দিয়ে বার বার
বল না যেন
কোন কথা হবে না।।
সব স্নেহ
আবেগ ও অনুভূতির পরাজয়
সমাজ,রাষ্ট্র ও বিশ্বময়।।