কোনো কথা না বলার ব্যথা


১)
গ্রীষ্মের লিচু গাছের সন্ধ্যা
দরজার আড়ালে
কথা বলে সবাই নিচু স্বরে।
কেউ আমার পদধ্বনি শোনে না
শোনে না পিচঢালা রাস্তার
ওপর আমার হৃদয়ের আঘাত
কোন কথা না বলার ব্যথা।।


২)
আমার সব কষ্ট
তোমরা কেউ দেখো না
রাতের চক্ষুর
বিশাল নগ্নতা
সেই পথ যে আমাকে
সমুদ্রের দিকে ধাবিত করে
আর আমাকে নিজের
অতলান্তে নিয়ে যায়
নিয়ে যায় অনিষ্টের প্রান্তদেশে।।


৩)
স্ফীত পলিপ্স টিস্যুর যন্ত্রণা
শৈবাল, প্রবালে
শুধু বন্ধু আমার
কোন  কথা না বলার ব্যথা।।


৪)
ছায়ার ভেতরে খুঁজে
পাওয়া যায় না
আমার অভিযোগের আকর
খুবই নিকষ কালো
এই বিশ্বাসঘাতকতা
ষড়যন্ত্র (চেনা বাতাস)
এই শিকড় সার্বভৌম
সাড়িয়ে তোলে
সব স্নেহ
তবুও কথা না বলার ব্যথা
পাগল করে অবিরত।।