নশ্বর দুনিয়ায় আমরা
ক্ষনিকের সাথী মেহমানখানার
অল্প সময়ে এতো আয়োজন
মিছেমিছি খেলার মাঠে
সাথী প্রচুর থাকে।।
কেউ আপন
কেউ খলনায়ক
কিছু হিসাব
কিছু মাফ।।
কেউ সুখি নয়
সবাই করছে অভিনয়
মিছেমিছি খেলার মাঠে
জীবন দিচ্ছ কেউ
বিনোদনের নোংরা চালে।।
কেউ আছো,
রাজনৈতি নিয়ে
লেখালেখি নিয়ে।
কেউ ভবঘুরে
কেউ ইবাদাতে
কেউ চুরিতে
কেউ বিশ্বজয়ে
কেউ টাকার কুমির হতে।।
কেউ ওয়ান এন্ড ওয়ান ওনলি শাসক হতে
কেউ নোবেল পুরষ্কার বাগাতে
কেউ পাপের সাগরে
কেউ মুক্তির আশায়।।
মিছেমিছির খেলাঘরে,
এতো নাটক
এতো ইতিহাস
এতো রক্ত
এতো আজব লোক ঠকানো
আল্লাহ রেহায় দেবেন না
কাউকে আমার মনে হচ্ছে।।