মোদের জীবনের বিনষ্ট খতিয়ান
মোঃ সালেহ  উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)


সময়ে অসময়ে
মোরা এক রণক্ষেত্র থেকে
আরেক রণাঙ্গনে হেঁটে যাই
কখনও নিজের ইচ্ছায়
কখনও বা অপরের ভরসায়
গেয়ে উঠি বার বার
মানবতার  ও নানা খতিয়ানের
বিরহের গান।।


সন্ত্রস্ত হয়ে
মরিয়া হয়ে
করি সবাই লাভের সন্ধান,
ক্ষতির হিসাবের সবসময়
জের ধরে টান,
পথভ্রষ্ট শাসকের মত অনেকটা।।


আর পথচ্যুত ব্যর্থ সিপাহী বেশুমার;
তারা সম্বিত ফিরে পায় সবসময়,
পথভ্রষ্ট আরাধনায়
লিপ্ত চরণযুগল যখন বাধাপ্রাপ্ত হয়
শেষে এসে সবার
অবাক উপলব্ধি
মোদের বিনষ্ট খতিয়ান
জীবনের চুড়ান্ত হিসাব কিভাবে
মেলাব মোরা
আললাহ মালুম।।


সময় থাকতেই
হই মোরা সাবধান
সংশোধন করি
মোদের জীবনের
বিনষ্ট খতিয়ান।।