মনে পড়ে ভাসানী ভাইকে
মনে পড়ে মুক্তিযুদ্ধ
সাত বীরশ্রেষ্ঠকে
মনে পড়ে আধুনিক বাংলাদেশের রুপকার  
মহাত্মা জিয়াউর রহমানকে
অনেক বীরউত্তম, বীরপ্রতীক, বীরবিক্রমদের।।


মনে আতাউল গনি ওসমানীকে
মনে পড়ে মহাবীর মহাত্মা মোশতাক আহমদকে।।
মনে পড়ে তাজউদ্দিনকে
যাদের ছাড়া বাংলাদেশ
বিজয়ের মুখ দেখত না।।


আরও মনে পড়ে
লোক দেখানো
ক্ষমতার নেশার
আজব জনপ্রিয় নেতাদের
জনগণকে মেরে
বার বার মিনিস্টার হওয়ার স্বপন।।


মনে পড়ে মুজিব ভাইকে
সোহরাওয়ার্দী ভাইকে
ভাসানী, জিয়া,মুজিব,এরশাদ, খালেদা, হাসিনা
আজও মনে হয়
বাংলার মাটি ও বাতাসে
সুনামে সুনামে ও কলঙ্কে কলঙ্কে
চিন্তায় ও জনমে জনমে।।