মন্দভাগ্যের দীনহীন কবিদের
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের  পথিক)


১)
প্রতিদিন মন্দভাগ্যের দীনহীন কবিদের,
মৃত্যু এবং জীবন,
করেছে নির্মম হয়রানি,
তারপর অনুভূতি-শূন্য আড়ম্বর,
যাদের শব দিয়েছে ঢেকে,
কেউ চালান হয়ে গেছেন যারা আগুনে,বুলেটে
কেউ জেলখানায় ধুঁকে ধুঁকে মরছে,
অন্যথায় শেষকৃত্যের দাঁতালো গহ্বরে।
২)
পাথরখণ্ডের মত অজ্ঞাত তারা আজ,
তাদের নিবিড় ঘুম নীরবতাহীন,
দাম্ভিক ঘোড়ার খুরে,
মিশে গিয়ে তারা হানাদার শত্রুর কাছে
হয়েছেন সম্পূর্ণ বিলীন।
৩)
কেউ কেউ সরকারের দালাল কবি
কমবেশি  বেবাক চাটুকার
তাদের মৃত্যু নিশ্চিত জেনেও
নিশ্চিন্তে করেছে,
নিজ ফায়দার জন্য চাটুকারিতা পালন,
তুমুল ভোজন-বিলাসিতায়,
ভোজ্য মাংস আর বাক্যবাগীশ
বক্তৃতার জাহাজের প্রাচুর্য চলে।।
৪)
অন্তর্ঘাতক তারা, অথচ কবির মৃত্যু নিয়ে তারা দেয় বহুত অপবাদ,
কারণ তার কণ্ঠস্বর আজ রুদ্ধ চিরতরে,
অন্যথায় তাঁর প্রতিবাদী সংগীতে দিতেন
তিনি এর সমুচিত জবাব।।
৫)
গনতন্ত্র মরে,
জবাবদিহিতা মরে,
মানবতা কাঁদে,
ভন্ড নেতা ও কবিদের ছলনায়।।
ভালো কবিরা বার বার মরে,
বার বার জেগে ওঠে,
সমাজকে কিছু দেয়,
বিনিময়ে তাদের ভাগে,
মৃত্যু, অপবাদ,জেল,
সত্যি ভানুমতির খেল।
আললাহ হেফাজতকারী
আমিন আমিন।।